সেঞ্চুরির পথে পেট্রোল

সেঞ্চুরির পথে পেট্রোল। বেশ কয়েকমাস ধরেই ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার পেট্রোলের দাম 28 পয়সা বেড়ে হয় 93টাকা 6পয়সা।এবং ডিজেলের দাম 34 পয়সা বেড়ে হয় 86টাকা 38পয়সা। পেট্রোল ডিজেলের দাম বাড়ায় খুব স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছে অথচ ভারতবর্ষে তেলের দাম বাড়ছে। চলুন শোনা যাক এই বিষয়ে কি বলছে রানাঘাটের পেট্রোল-ডিজেলের ক্রেতারা।