সারা রাজ্যের মতন মালদহের হরিশ্চন্দ্রপুরে করোনা আক্রান্তদের পাশে রেড ভলান্টিয়াররা, নিচ্ছেন অভিনব উদ্যোগ

করোনা পরিস্থিতিতে বহু সেবামূলক কাজের প্রতিচ্ছবি উঠে এসেছে মানুষের চোখে। এইবার ঐ রকম এক চিত্র দেখা গেলো লালবাহিনীর পক্ষ থেকে। বিধানসভা নির্বাচনে যেই দল কে সম্পূর্ণ ভাবে শূন্যপদ দিলো বাংলা,তারাই আজ বিভিন্ন সেবামূলক কাজ করে মানুষের মনে জায়গা করে নিলো। এ ধরনের চিত্র ধরা পরল মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায়।

উল্লেখ্য হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রাম এবং প্রত্যন্ত এলাকায় রেড ভলেন্টিয়ার্স অতিমারি মধ্যে একাধিক সেবামূলক কাজ করে চলেছে। এদিন হরিশ্চন্দ্রপুরের রেড ভলেন্টিয়ার্স এর উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ,ব্যাংক এটিএম ঘর, সেনিটাইজেশন করতে দেখা গেল। পাশাপাশি একটি ফোনে ছুটে যাচ্ছে অক্সিমিটার ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিভিন্ন এলাকার করোনা আক্রান্ত ব্যক্তির পাশে।

হরিশ্চন্দ্রপুর রেড ভলেন্টিয়ার লিডার আবেদ আলী বলেন হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, এটিএম ঘরে, সেনিটাইজেশন করা হলো এ দিন। করোনা আক্রান্ত ব্যক্তিরা হরিশ্চন্দ্রপুর রেড ভলেন্টিয়ার্স সোশ্যাল মিডিয়া মারফত যোগাযোগ করা হলে তাদের সেবায় নিযুক্ত হচ্ছি । পাশাপাশি এও বলেন এই অতিমারির মধ্যে করোনা আক্রান্তদের সেবাই সব সময় নিযুক্ত আছি। যা এলাকার বাসিন্দাদের কাছে অত্যন্ত আশাদায়ী হয়ে দাঁড়িয়েছে। এই ভয়ানক অতিমারী পরিস্থিতিতে মনোবল জোগাতে ইতিবাচক ভাবে সাহায্য করেছে।