সাংসদ জগন্নাথ সরকার চাকদা বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের সঙ্গে কথা শুনলেন

রানাঘাট লোকসভার সাংসদ, জগন্নাথ সরকার দক্ষিণ সাংগঠনিক জেলার সহ সভাপতি পঙ্কজ বোস, চাকদহ বিধানসভা কনভেনার সুকুমার করঞ্জয়, শক্তি প্রমূখ গৌতম সমাদ্দার, বুথ সভাপতি বিশে রায়, মহিলা মোর্চার নেত্রী শিখা সরকার কে সঙ্গে নিয়ে ৯১/১২৫ নম্বর বুথে মানুষের সুখ দুঃখের কথা শুনলেন।