সবজি বাজারের অতিরিক্ত ভিড় এড়াতে অন্যত্র স্থানান্তরিত করল নবদ্বীপ পৌরসভা

নবদ্বীপ আগমেশ্বরী পাড়া বাজারকে হিন্দি স্কুলের ময়দানে স্থানান্তরিত করল নবদ্বীপ পৌরসভা। কেননা করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আছড়ে পড়েছে এবং একের পর এক আক্রান্তের ঘটনা ঘটছে, পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে ক্রমশ। তাই নবদ্বীপ পৌরসভা ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তারই মধ্যে অন্যতম নবদ্বীপের ব্যস্ততম আগমেশ্বরী পাড়া বাজারকে এদিন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল নবদ্বীপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নবদ্বীপ হিন্দি স্কুল ময়দানে। নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে গতকাল মাইকিং করে দেওয়ায় সকাল হতেই সেখানেই বাজার করতে ছুটে আসছেন আপামর মানুষজন। করোনা অতিমারি রুখতে একমাত্র উপায় সামাজিক দূরত্ব বিধি মেনে চলা এবং মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। সেই কাজটাই করে দেখালো নবদ্বীপ পৌরসভা।