মূলত ব্যবস্থার বিপর্যয় কারণেই শান্তিপুর শহরের নম্বর ওয়ার্ডের গোপালপুর গোপীনাথ ঠাকুর লেন, ফুল বাগান মাঠ অঞ্চলে শতাধিক পরিবার মগ্ন হয়ে গৃহ ত্যাগ করেছেন। বেশিরভাগ মানুষই তন্তুজীবি হওয়ার কারণে, পাওয়ার লুম হোক বা হস্তচালিত তাঁত সবটাই জলের তলায়। সদ্য শেষ হওয়া বিধানসভা হোক বা তার কিছুদিন আগে লোকসভা অথবা তারও আগে পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা মেলেনি। আরও দরকার ট্রিপল কারণ বা দুপুরের আহার নিজেরাই কমিউনিটি কিচেন করে বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিশু বৃদ্ধ এবং বয়স্ক দের স্থানান্তরিত করা হয়েছে অন্যত্র। সাংসারিক সমস্ত ব্যবহার্য জলে ভিজে নষ্ট হয়ে গেছে। আবারো লকডাউন ঘোষণা হয়েছে 15 দিনের জন্য। এই পরিবার এমনিতেই আতঙ্কিত জন্য ভ্যাকসিন মেলেনি এখনো। তার ওপর জলমগ্ন পরিস্থিতিতে আতঙ্কিত রয়েছে গোটা এলাকা। এভাবে বৃষ্টি চললে পরিস্থিতি হবে তা চেষ্টা করছে না এই অঞ্চলের টোটন শেখ কিছুক্ষণ আগে নগ্ন অবস্থায় বিদ্যুৎপৃষ্ঠ হয়েছে নিজের গৃহেই। বৃষ্টি না হলেও, এই নিচু অঞ্চলের জল যে খুব তাড়াতাড়ি চলে যাবে, তাও নয়। পচা জলে নানান রকম রোগের শিকার হতে পারেন তারা।