শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত হিজুলি মুসলিম পাড়ায় হাসিবুল শেখের বসতবাড়ি, রান্নাঘর, গোয়ালঘর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মসিবুলশেখ পেশায় তন্তুজীবি দুটি পাওয়ার লুমের কাপড় ঝরে চাল উড়ে গিয়ে বৃষ্টিতে ভিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এলাকার মেম্বার সালমা বিবির স্বামী আসর শেখ জানান পরিমাণ হিসাব করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করে স্থানীয় পঞ্চায়েত এর মাধ্যমে বিডিওতে জমা করার ব্যবস্থা করছি।
এই এলাকায় আরও 15 জনের আমবাগান, ধানের গোলা, সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়।