সন্তান স্নেহে সারমেয় কুলকে খাওয়াচ্ছেন রানাঘাটের দেবাশীষ দত্ত।এই চিত্র নিত্যদিনকার।গত বছর লকডাউন থেকে শুরু হয়েছে এই খাওয়ানো।বর্তমানে লকডাউনের কারণে বন্ধ সমস্ত দোকানপাট হোটেল-রেস্টুরেন্ট। যার ফলে খাবারের অভাবে বিপদগ্রস্ত সারমেয়কুল।এই অবস্থায় সারমেয়দের সন্তান স্নেহে আগলে রেখেছেন রানাঘাট 9 নম্বর ওয়ার্ডের ট্রাভেলিং ব্যবসায়ী দেবাশিস বাবু যিনি রানাঘাটে বাবনা নামেই বহুল পরিচিত।করোনা কারণে বর্তমানে
বাঙালীর বেড়াতে যাওয়া লাটে উঠেছে।আর যার ফলস্বরূপ কর্মব্যস্ততা আর রোজগার দুটোই বন্ধ রানাঘাটের দেবাশীষ দত্তের।হাজার অসুবিধার মধ্যেও সারমেয়দের অসুখ, আঘাত লাগা সবেতেই এই অবলাদের ভরসা সেই তিনিই।সে কলকাতা থেকে ওষুধ আনানো হোক অথবা নিজে হাতে খাওয়ানো।রাত্রি অথবা দিন সারমেয়দের যেকোন অসুবিধায় তৎক্ষণাৎ রাস্তায় উপস্থিত সদাহাস্যময় দত্তবাবু।