রানাঘাট থানার পুলিশ ও রানাঘাট পৌরসভার সহযোগিতায় মুমূর্ষু রোগীকে রাস্তা থেকে তুলে হাসপাতালে পাঠাল রানাঘাট রেড ভলেন্টিয়ার্স টিম। রানাঘাট চৌরঙ্গী মোড়ের কাছে রাস্তার ধারে স্লাবের ওপর একজন মহিলা সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় রেড ভলেন্টিয়ার্সের সায়ন্তন, প্রীতম, শিল্পী। তাঁরাই ফোন করে পুলিশকে ডাকে, সহযোগিতা চায় পৌরসভার।এরপরই ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। আসে রানাঘাট পৌরসভার অ্যাম্বুলেন্স ও পৌর কর্মীরা। এরপর ওই মহিলাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয় রেড ভলেন্টিয়ার্সের টিম।আশ্বাস দেয় পরবর্তীতে খোঁজ নেওয়ার।এরপর পুলিশের তত্ত্বাবধানে রানাঘাট পৌরসভার অ্যাম্বুলেন্সে ওই মহিলাকে ভর্তি করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে।