বিজেপির রাজ্য অফিসে যেমন প্রায় প্রতিনিয়ত লেগে থাকে যোগদান পর্ব! ঠিক তেমনই নদীয়ার রানাঘাট তপশিলি কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতেও আঞ্চলিক স্তরের যোগদান পর্ব লক্ষ্য করা যায় প্রায়ই। আজ ফুলিয়া বিদ্যামন্দির পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি সিপিএম নেতা সুরেশ সাহা, জাতীয় কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য রবি রাজোয়ার, DYFI নেতা তাপস গোস্বামী, পিনাকী বসাকের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মী ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন।সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তিনি এ বিষয়ে বলেন, যোগদান এখন নিত্তনৈমিত্তিক দলীয় কর্মসূচী হয়ে দাঁড়িয়েছে। আরো প্রচুর সংখ্যক মানুষ আসতে চান বিজেপির ছত্রছায়ায়। কিন্তু ভারতবর্ষের সর্ব বৃহৎ দলে যোগদানের আগ্রহী ব্যক্তির খোঁজ খবর নিয়ে তবেই যোগদান করানো হয় , তাই আপনারা মাঝেমাঝেই দেখতে পান না হলে প্রতিদিনই লেগে থাকতো যোগদান।