রাত পোহালেই অক্ষয় তৃতীয়া! মৃৎশিল্পীরা হতাশ

গত বছরে পয়লা বৈশাখ হোক বা অক্ষয়তৃতীয়া সিদ্ধিদাতার আশীর্বাদ থেকে বঞ্চিত ছিল ব্যবসায়ী থেকে শুরু করে মৃৎশিল্পীরা। এবছর অবশ্য পয়লা বৈশাখে, একটু আশার আলো দেখলেও আংশিক লকডাউনের জেরে অক্ষয় তৃতীয়ায় হতাশ মৃৎশিল্পীরা। গত দু’বছরের আগের কথা তো এখন ইতিহাস! তবে ন্যূনতম পয়লা বৈশাখের মতন ব্যবসায়ীরা প্রতিমা কিনলেও খানিকটা সুরাহা হতো। তবে মৃৎশিল্পীরা জানান আংশিক লকডাউন হবে তা আগে থেকে জানা ছিলো না তাই বেশ কিছুদিন আগে থেকেই প্রস্তুতি নিতে হয়েছিলো। কিন্তু আজ দুপুর পর্যন্ত বিক্রির যা পরিস্থিতি রাতের মধ্যে সব প্রতিমা বিক্রি হয়ে যাবে এমন কোনো সম্ভাবনা নেই!