- নরেশ ভকত, বাঁকুড়াঃ শহরের সতীঘাটের কাছে কুসুম সিনেমা হল লাগোয়া নির্মীয়মান মন্দিরে গুলি করে যুবক খুনের ঘটনার তদন্তে নয়া মোড়।
পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত তোতন ওরফে বীরাজ মোহন দুয়ারীর বাড়ী থেকে পুলিশ একটি ৭ এম,এম পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। সন্ধ্যে নাগাদ বাঁকুড়া সদর থানার তদন্তকারী পুলিশের একটি দল তোতনকে সাথে নিয়ে তার রামপুরের বাড়িতে এসে তল্লাসি চালায়। কিছুক্ষন তল্লাসির পরই মেলে এই ৭ এম,এমের পিস্তল এবং দুটি ম্যাগাজিন। পুলিশ এই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে। মনে করা হচ্ছে এই পিস্তল থেকেই গুলি করে শহরের রক্ষাকালীতলা এলাকার বাসিন্দা সোমনাথ দে (৩৫)কে খুন করা হয়।