“যার কেউ নেই তার ঈশ্বর আছে”

ভূমিহীন কৃষক বাপী সরকার!চাপড়া কিং এডওয়ার্ড স্কুলের সামনে একটা অস্থায়ী বাসস্থান করে তিনি আছেন।কিছুদিন আগে জ্বর আসে।ডাক্তার বলেন কোভিড টেস্ট করতে।টেস্ট করার পর জানা যায় পজিটিভ।তখন থেকেই সেই ক্ষণস্থায়ী বাসস্থান দীর্ঘস্থায়ী হয়ে যায়।চাপড়া মানব কল্যান সমিতির থেকে প্রতিদিন সকাল ও রাতে খাবার দিয়ে যায়। ওই চার্চের ফাদার রাও তাকে দেখভাল করেন।