মা কিচেন এ বারে চালু হলো নদীয়ার কল্যাণীতেও

নদিয়ার কল্যাণী এন এস এস কোভিড হাসপাতালের পাশে মা ক্যান্টিন চালু করলো কল্যাণী তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। 100জনকে দেওয়া হবে খাবার। 10দিন চলবে এই মা ক্যান্টিন। মা ক্যান্টিন চালু হওয়ায় খুশি কোভিড আক্রান্ত রোগীদের আত্মীয়রা। 5টাকায় মিলছে এই খাবার। 30তারিখ পর্যন্ত চলবে এই মা ক্যান্টিন।