মালদা, ১৯ ডিসেম্বর : শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই মালদহের চাঁচল শহরে তার পোষ্টারে পড়ল জুতো, জ্বললো আগুন।শনিবার চাঁচলের টিএমসিপি ছাত্রনেতারা এই কর্মকান্ড করেছে।প্রায় চারটি পোষ্টার ছিড়ে আগুন জ্বালিয়েছে ও জুতো মেরেছে।ছাত্রনেতারা আক্ষেপ করে বলেন,দাদাকে খুব ভালোবাসতাম।আজ ঘৃণা হচ্ছে।দিদি একাই একশো, বিধানসভা নির্বাচনে তারা দিদির সৈনিক হয়ে কাজ করবে ছাত্রনেতারা।