রাজ্য জুড়ে বেলগাম করোনা পরিস্থিতি।প্রতিদিনই বাড়ছে মৃত্যুর হার।বাড়ছে সংক্রমনের হারও। এইমতাবস্তায় অবসাদগ্রস্ত হয়ে পড়ছে হাজার হাজার মানুষ।এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনোবল ফেরাতে উদ্যোগী হলেন সুনীল চক্রবর্তী নামে রানাঘাটের একজন পুরোহিত। এই অতিমারির সময় তিনি রাস্তায় নেমে গান ও কবিতার সাহায্যে মানুষের মনোবল ফেরাতে উদ্যোগী হয়েছেন। সুনীলবাবুর কথায় করোনা সঙ্গে যুদ্ধে মনোবল হারালে চলবে না তাই জন্য মনকে সব সময় খুশিতে রাখতে হবে। মন্দিরে পুজো করার পাশাপাশি তিনি রানাঘাটের বিভিন্ন রাস্তায় করোনার বিরুদ্ধে নিজস্ব স্টাইলে প্রচার করে বেড়াচ্ছেন। তিনি বলছেন যদি কোন হাসপাতাল থেকে তাঁর ডাক আসে তাহলে তিনি আক্রান্তদেরও মনোবল বাড়াতে কবিতা ও গানের মাধ্যমে সচেষ্ট হবেন।নিজের জীবনের ঝুঁকি নিয়েও তিনি করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে চান।সুনীল বাবুর বিশ্বাস করোনার বিরুদ্ধে আমাদের জয় হবেই।