মদ্যপ অবস্থায় বেপরোয়া মোটরবাইক চালানোই সজোরে ধাক্কা ল্যাম্পপোস্টে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটে বুধবার রাত ১০ টা নাগাত নদীয়ার বাগদেবী পুর এলাকার কুলো চন্ডীতলায়। সূত্রের খবর বেপরোয়াভাবে মদ্যপ অবস্থায় মোটরবাইক চালাচ্ছিলেন ওই দুই ব্যক্তি এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা ল্যাম্পপোস্টে সেখানেই গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন তারা। ঘটনাস্থল থেকে এলাকার লোকজনেরা তড়িঘড়ি তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়েআসে। এবং শান্তিপুর থানা তে খবর দেওয়া হয় ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই দুই আহত ব্যক্তির পরিবারের লোকজনকে খবর দেন।শান্তিপুর হাসপাতলে তাদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাদের দু’জনকেই শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবার সূত্রে জানা যায় ওই দুই ব্যক্তি নদিয়ার কোতোয়ালি থানার গোয়ালপাড়ার বাসিন্দা। একজনের নাম সাধন সরদার ও অপর জনের নাম বাবুসোনা পাল। পেশায় বৈদ্যুতিক কর্মী গতকাল রাতে তাদের পারিশ্রমিক আনতে যাচ্ছিলেন মালিকের বাড়িতে।