ভোর পাঁচটায় নদীয়ার হরিণঘাটায় সড়ক দুর্ঘটনায় তেলের ট্যাংকারে বীভৎস আগুন

নদীয়ার হরিণঘাটা জাতীয় সড়কে আজ ভোর পাঁচটা নাগাদ দুটি লরি মুখোমুখি সংঘর্ষে একটি লরি আগুন ধরে যায় দুটি দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ সূত্রে জানা গেছে গাড়ি রেষারেষির ফলে এই ঘটনাটি ঘটে। কল্যাণী আট নম্বর ওয়ার্ডের শ্রীমাঠের বাসিন্দা প্রত্যক্ষদর্শী অভিষেক ঘোষ জানান, বনগাঁ গোপালনগর থেকে 10 চাকা একটি তেলের ট্যাংকার কলকাতার দিকে যাচ্ছিলো, উল্টো দিক থেকে একটি 407 কলার গাড়ি ধাক্কা মারার ফলে 10 চাকা তেলের ট্যাংকিটি রাস্তার পাশে পড়ে গিয়ে আগুন ধরে যায়, বীভৎস শব্দে এলাকাবাসী ছুটে আসে দমকল আসতে প্রায় ঘন্টা খানেক সময় লেগে যায়, তারপর দমকলের দীর্ঘ আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কল্যাণী থানা পুলিশ 407 কাঁচামালে ওই মেয়েটার গাড়িটি আটক করে। দুটি গাড়ি চালক বা সহকারী আহত হয়ে স্থানীয় কল্যাণী হাসপাতালে ভর্তি হন, তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।