মলয় দে নদীয়া:-নদীয়ার শান্তিপুর পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়ালে চুন দেওয়ার কাজ শুরু করেছিলো করো না পরিস্থিতির আগেই! পৌরভোটে সাথেই একুশে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই দেয়াল দখলের লড়াই সদ্য মাত্র শুরু হয়েছিলো। সবাইকে থামিয়ে ক্রমশ আধিপত্য বিস্তার করেছিল করোনা। কিন্তু লকডাউন শিথিল হতেই আবারো শুরু দেওয়াল দখল। এরপর ভ্যাকসিন আসার সুখবরে , প্রতিটি রাজনৈতিক দলেরই সভা-সমিতি যোগদান পর্ব বেড়েছে বহুগুণ!
এখনো যদিও দিনক্ষণ তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করেনি এখনো! কিন্তু নেতাকর্মীদের আন্দাজ অনুযায়ী বিভিন্ন মহলে শোরগোল এপ্রিল মে মাসেই হতে চলেছে ভোট! অর্থাৎ একেবারে দোরগোড়ায় ভোট । তাদের অনুমান যেকোনো দিন নির্বাচন কমিশন ঘোষণা করে দিতে পারে নির্দিষ্ট সময়সীমা। তাই আগেভাগেই শুরু দেওয়াল লিখন।
যেহেতু প্রার্থী ঘোষণা হয় নি তাই , দলীয় চিহ্ন, বিধানসভার নাম, রাজনৈতিক মন্তব্য সবটাই লিখে এগিয়ে রাখছেন তারা, ঘোষণা হওয়া মাত্র শুধু নাম বসিয়ে দিলেই অন্যান্য রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন। এ রকমই এক হাজার লেখচিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়! নদীয়ার শান্তিপুর শহরের ষোলো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিকের তত্ত্বাবধানে লেখা হয়েছে বেশ কয়েকটি দেওয়াল। বোঝা যাচ্ছে ভোট পুজো আসতেআর বাকি মাত্র কয়েক মাস।