প্রায় এক হাজার মোটরসাইকেল মিছিলের মাধ্যমে “বঙ্গধ্বনি যাত্রা” শুরু হলো রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্র বিধানসভায়

ভোট কৌশলি প্রশান্ত কিশোরের পরামর্শ মতো বাংলা শাসক তৃণমূল দল একাধিক, পরিকল্পনা গ্রহণ করতে দেখা গেছে। সমাজের সব অংশের মানুষকে সম্মান প্রদর্শন করে নানান রকম আয়োজন দেখা গেছে এর আগে। যার মধ্যে কিছু প্রচারমূলকও আছে, এইরকমই আজ 11. 12 .2020 সারা রাজ্যে একসাথে ধ্বনিত হতে চলেছে বাংলার জয়ধ্বনি। তৃণমূলের মতে রাজ্য বাসীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রদত্ত সব রকম পরিষেবা যেভাবে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে পৌঁছেছে, তা আরো একবার স্মরণ করিয়ে দেওয়া। এক অংশের রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য ভিন্ন ভাবে দেখছেন, পরপর এত কর্মসূচি! তাদের মতে ডানপন্থী দল গুলি অতীতে ঘন ঘন কর্মসূচিতে অভ্যস্ত ছিলেন না, তাই কর্মী-সমর্থকদের নিয়মিত কর্মসূচিতে আবশ্যক উপস্থিতির ফলে বিরূপ ধারণা হতে পারে।
অপর অংশে অবশ্য মনে করেন, কর্মসূচিতে মিলিত হওয়ার ফলে কর্মীদের মধ্যে আন্তরিকতা বাড়ে, বারে নেতার প্রতি আনুগত্য এবং নেতৃত্বদানের ইচ্ছা। সারা রাজ্যের সাথে, নদীয়া রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে আজ সকাল 10 টায় মোটরসাইকেল মিছিলের মধ্য দিয়ে
10 বছরের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, একসঙ্গে ধ্বনিত হলো। বিধায়ক সমীর কুমার পোদ্দার সহ গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সদস্য এবং দলীয় ও সংগঠনের নেতৃবৃন্দ চালক অথবা আরোহী রূপে দেখা গেলো সকলকে। এরপরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে, সমগ্র অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন বিধায়ক।