রানাঘাট পৌরসভায় দীর্ঘ 25 বছরের ভাইস চেয়ারম্যান বিজয় প্রসাদ মল্লিক।সোমবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বিজয় প্রসাদ মল্লিকের বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিনের
ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব বিজয় প্রসাদ মল্লিকের মৃত্যুতে রানাঘাটে নেমে এসেছে গভীর শোকের ছায়া।তাঁর মৃত্যু সংবাদ শুনেই এদিন তাঁর বাড়িতে যান রানাঘাট পৌরসভার মুখ্যপৌর প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিজয় প্রসাদ মল্লিকের মৃত্যুতে রানাঘাট তথা নদীয়া জেলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। বিজয় প্রসাদ মল্লিকের মৃত্যুতে রানাঘাট হারাল একজন প্রকৃত ভালো মানুষকে।