নৈশপ্রহরী এবং অনাশ্রয়ীদের শীতবস্ত্র প্রদান শান্তিপুরের দুই সামাজিক সংস্থার

মলয় দে নদীয়া :- “ওঁরা জাগে বলে আমরা নিশ্চিন্তে ঘুমাই” কিন্তু এই ভয়াবহ শীতে ঘরের দরজা-জানালা বন্ধ করে মোটা তোষকের উপর শুয়ে, ভারি লেপ চাপা দিয়েও শীতের প্রকোপে ঘুম আসতে কেটে যায় বেশ খানিকক্ষণ! অথচ ওঁরা? খোলা আকাশের তলায়, সারারাত জেগে পাহারা দেয় আমাদের বিষয় আশয় সম্পত্তি। হ্যাঁ বিনিময়ে মাইনে পায় বটে! তবে তার  পরিমান টা কত? কখনও খোঁজ নিয়ে দেখেছেন কি ? সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে বেসামাল সংসারের হাল ফেরাতে এত ভয়াবহ শীতের মধ্যেও সামান্য কয়েকটা টাকার বিনিময়ে প্রাণের ঝুঁকি নিয়েও দায়িত্ব পালনে অনড্ত “ওরা”। প্রতি ঘন্টায় পেন্ডুলাম ঘড়ির শব্দের মতো লোহার বৈদ্যুতিক পোলের সাথে লৌহ দন্ডের শব্দে এবং “জাগতে রহো” আওয়াজে প্রভুদের জানান দেয় তাদের কর্তব্যের প্রমাণ।
তাদের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপুরের দুই সামাজিক সংস্থা “ইচ্ছে”এবং “শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ”র সদস্যরা গত ২১ এবং ২২ তারিখ মধ্যরাতে ঘুরে বেরিয়ে খোঁজখবর নিলেন তাঁদের, সম্মান জানিয়ে তাদের গায়ে চড়িয়ে দিলেন, ভালবাসার উষ্ণ অভ্যর্থনার মোটা কম্বল।