নির্বাচন আধিকারিক কর্তৃক প্রচারিত হচ্ছে নির্বাচন বিধি সম্পর্কে বিভিন্ন সচেতন মূলক তথ্য

নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দলই তাদের মাহাত্ম্য, দলীয় আদর্শ এবং আগামীর প্রতিশ্রুতি বর্ণনা করি আবেদন করে থাকেন ভোটদানে। তবে সেই আবেদনের বদলে কখনো কখনো নগদ অর্থ পারিতোষিক বা ভীতি প্রদর্শনের মাধ্যমে হলেই তা ভারতীয় দণ্ডবিধির আয়ত্তাধীন মামলা রুজু হতে পারে। এমনকি ভোটে অংশগ্রহণ করা প্রার্থীকে অন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি ভীতি প্রদর্শন করছে কিনা সে বিষয়েও সজাগ থাকে নির্বাচন কমিশন। ভোট ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন সরকারি প্রকল্পর কাজ বন্ধ থাকে সম্পূর্ণরূপে! আর তা যদি লঙ্ঘিত হয় তাহলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। এ ধরনের বিভিন্ন নানা অভিযোগ জানাতে সঠিক তথ্য পেতে নির্বাচন আধিকারিক টোল ফ্রি নাম্বার 1950 টি জনসাধারণের জন্য দিবা রাত্রি খোলা থাকে।
এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে নদিয়া জেলা নির্বাচন আধিকারিক কর্তৃক প্রচারিত হচ্ছে জেলার বিভিন্ন গ্রাম শহরে। আজ কৃষ্ণনগরে সকাল এগারোটা নাগাদ এরকমই এক চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়।