নিয়ন্ত্রণ হারিয়ে 10 চাকার লরি ঢুকে পরল ফুল মার্কেটে

বহরমপুর 34 নম্বর জাতীয় সড়কের ওপর বড়সড় দুর্ঘটনা ঘটে গেল পুরাতন থানার সামনে দীর্ঘদিন ধরেই ব্যবসা করে আসছে ফুলের ব্যবসায়ীরা জানা যাচ্ছে ফোর্স এর গাড়ি সাইড দিতে গিয়েই 10 চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে ফুলের মার্কেটে ঢুকে পড়ে ফুল ব্যবসায়ী জ্যোৎস্না ও তারক হাজরা গুরুতর জখম হন এদের মধ্যে একজনকে আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বহরমপুর থানার পুলিশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।