নারদ কান্ডে ফিরহাদ হাকিম , শোভন দেব চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়,মদন মিত্র, এই চারজনকে জনকে গ্রেপ্তারের প্রতিবাদে, কলকাতা নিজাম পালেসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে গ্রেপ্তার করার জন্য খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। গোটা নিজাম প্যালেস কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। তৃণমূল কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছেন। আদালতের নিয়ে যাওয়ার প্রধান পথে তারা বসে পড়ে, বিক্ষোভ চালাচ্ছেন । এই ঘটনা প্রকাশিত হতেই, রাজ্যের সর্বত্র ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা। করোনা পরিস্থিতিতে জামায়াত নিষিদ্ধ হওয়ার কারণে অনেক জায়গায় বিক্ষোভ সংঘটিত করতে নিষেধ করছেন দলীয় নেতৃত্ব। নদীয়ার শান্তিপুর ফুলিয়া বাসস্ট্যান্ডে কর্মীরা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন সবটাই সাধারণ মানুষ বুঝতে পারছে, কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে তার দলীয় স্বার্থে সিবিআই কে ব্যবহার করছে।