নবদ্বীপে হকারদের দেওয়া হল করোনা টিকা করনের প্রথম ডোজ

নবদ্বীপ পৌরসভার উদ্যোগে দুই শতাধিক হকারদের দেওয়া হল করোনা টিকা করনের প্রথম ডোজ। খুশি অসংখ্য হকাররা। করোনা মহামারী রুখতে ইতিমধ্যেই রাজ্য প্রশাসন রাজ্যজুড়ে কার্যত লকডাউনের ঘোষণা করেছে আগামী ৩০শে মে পর্যন্ত। বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল থেকে শুরু করে গন পরিবহন ব্যবস্থা। তার জেরেই অসংখ্য হকার আজ কর্মহীন। এবার রাজ্য সরকারের নির্দেশে তাঁদের পাশে দাঁড়ালো নবদ্বীপ পৌরসভা। তাই এদিন নবদ্বীপ পৌরসভার উদ্যোগে এই প্রথম হাসপাতালের বাইরে নবদ্বীপ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের হরিতলা এলাকায় মাদার টেরেসা সুস্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া শুরু হলো নবদ্বীপে ছড়িয়ে থাকা প্রায় দুই শতাধিক মানুষ বিশেষ করে হকারদের করোনা টিকা করনের প্রথম ডোজ। খুশি সেইসব হকাররা এবং তাঁদের পরিবারের থাকা সদস্যরা।