করোনা মহামারীর কারণে সরকারি বিধি নিষেধ চলায় শতাধিক কর্মহীন রেল হকারদের রান্না করা খাবার বিতরণ করল নবদ্বীপ রেডিমেড গার্মেন্টস এজেন্ট ব্যবসায়ী সমিতি। এদিন দুপুরে নবদ্বীপ পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ব্যাদরাপাড়া রেল গুমটির কাছে কর্মহীন অসহায় প্রায় ২০০ টি রেল হকারের হাতে এবং তাঁদের পরিবারের হাতে রান্না করা খাবার তুলে দিলেন নবদ্বীপ রেডিমেড গার্মেন্টসের সদস্যরা। রান্না করা খাবার পেয়ে খুশি সেইসব রেল হকারেরা যারা আজ সরকারি বিধি নিষেধের কারণে কর্মহীন অসহায় পরিবার নিয়ে।