জলঙ্গি নদী সমাজ,নদী বাঁচাও, আজকে তারা নদীকে রক্ষা করার দাবিতে কৃষ্ণনগর থেকে দইয়ের বাজার পর্যন্ত একটি পরিক্রমা করলো পায়ে হেঁটে। জলঙ্গি নদী সমাজের সঙ্গে ছিল কিশোর বাহিনী। দীর্ঘ 8 কিলোমিটার পথ পরিক্রমা করে তারা দইয়ের বাজারে গিয়ে তাদের এই পরিক্রমা শেষ করবে। সমস্ত নাগরিকদের কাছে তাদের একটাই দাবি নদী বাঁচাও। আর এই নদী বাঁচাতে গিয়ে তাদের এই পরিক্রমা। তাদের বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষ যদি সচেতন না হন তাহলে এই নদীর গতিপথ আস্তে আস্তে থেমে যাবে। 247 কিলোমিটার নদীর গতিপথ ছিল। সেটা ক্রমশ কমতে চলেছে। আজকে একটা অদ্ভুত বিষয় চোখে পরলো একটি কালী ঠাকুর বিসর্জন দিতে এসে ফিরে গেল। কারণ জিজ্ঞাসা করতে তাঁরা বললেন যে নদীতে এত পরিমান কাদা যে জলে নামার উপায়ই নেই। এই নদীকে নিজের গতিপথে ফিরিয়ে আনার জন্যই আজকের এই পরিক্রমা।