নদীয়ায় ইয়াসের পরবর্তী প্রকোপে বজ্রপাতে মৃত্যু হল এক প্রবীণের

ইয়াসের পরবর্তী প্রকোপে প্রান হারালেন মধ‍্যবয়সী এক ব‍্যাক্তি। বজ্রপাতে মৃত্যু হলো সনাতন বর্মন নামে ৪৮ বছরের এক ব‍্যাক্তির। নদিয়ার নাকাশিপাড়ার বিলকুমারী পঞ্চায়েতের কালীবাসের বাসিন্দা সনাতন বর্মণ। বৃহস্পতিবার বেলা 11 টা নাগাদ নিজের জমিতে বেগুন চারা লাগাতে যান। সেই সময় ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার দাপট শুরু হয়। ফাকা মাঠে হয় বজ্রপাত। আর তাতেই প্রান হারান তিনি। দুটি পাখিও মারা যায় তার সাথে। এলাকার লোকজন তাকে মাঠে পড়ে থাকতে দেখেন। তারা বেথুয়াডহরি গ্রামীণ হাস পাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন‌ । তার স্ত্রী ও দুই পুত্র সন্তান আছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।