নদীয়া শান্তিপুরের নৃসিংহ পুর অঞ্চলে এক শনি মন্দিরে পশুমাংস কে কেন্দ্র করে চাঞ্চল্য, রাস্তা জুড়ে বিক্ষোভ অবরোধ ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও ,এসপি

গতকাল ছিলো পবিত্র ঈদ এবং শুভ অক্ষয় তৃতীয়া। করোনা পরিস্থিতি মাথায় রেখে জমায়েত এড়িয়ে গৃহবন্দি অবস্থায় রাজ্যের সর্বত্রই উৎসবের সৌহার্দ্য বিনিময় লক্ষ্য করা যায়।
শান্তিপুর নৃসিংহপুর অঞ্চলেও সম্প্রীতির নিদর্শন বহু পুরোনো। আজ ভোর পাঁচটা নাগাদ প্রাতঃভ্রমণ কারীরা লক্ষ্য করেন, ওই স্থানেই রাস্তার পাশে একটি শনি মন্দিরের গ্রিলে পশুর মাংস। ঘটনা জানাজানি হতে, চাঞ্চল্য দেখা যায় গোটা এলাকায়। এলাকার বহু সাধারণ মানুষ বেশ কিছুক্ষণ সময়ের জন্য, কালনা শান্তিপুররোড অবরোধ করেন, খেয়া পারাপার স্থগিত রাখেন। এরপর বিজেপি নেতৃত্ব কেও আন্দোলনের নেতৃত্ব দিতে দেখা যায়। ঘটনাস্থলে আগেই বিরাট পুলিশ বাহিনী নিয়ে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন পৌঁছান। বিক্ষোভ ক্রমাগত বাড়তে থাকায় এসডিপিও পৌঁছান। মুর্শিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান এলাকাবাসী, এসডিপিও জানান কালবিলম্ব না করে এখনই তদন্তের কাজ শুরু হবে, তবে জমায়েত থেকে জনসাধারণকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। এরপর ঘটনাস্থলে পৌঁছান রানাঘাট পুলিশ ডিস্ট্রিকের সুপারেন্টেন্ড অফ পুলিশ। প্রশাসনের ওপর আস্থা রেখে জমায়াতের বিক্ষোভ থেকে নিজেদের সিদ্ধান্ত বদল করেন বিক্ষোভকারীরা । এরপর তদন্তের কাজ শুরু হয়। এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।