নদীয়া রানাঘাট সংশোধনাগারে সাজাপ্রাপ্তবন্দীর আত্মহত্যা

উপ সংশোধনাগারে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ধর্ষণ কাণ্ডে বিচারাধীন বন্দি। আর এই ঘটনার জেরে চাঞ্চল্য নদিয়ার রানাঘাটে। সূত্রের খবর, নদিয়ার হাসখালী থানার পিপুল বেড়িয়া এলাকার বাসিন্দা রাজু বিশ্বাস গত ছয় মাস আগে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হন। এর পর থেকে রানাঘাট উপ সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় বন্দি ছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, শুক্রবার রাতে সংশোধনাগারের রান্না ঘরে এক্সজস্ট ফ্যানের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রাজু বিশ্বাস বয়স 35 পেশায় গ্রামীন চিকিৎসক ছিলেন। অভিযোগ, জামিন না মেলায় মানসিক ভাবে অবসাদগ্রস্থ ছিলেন তিনি। সেই অবসাদ থেকেই এই আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখছেন রানাঘাট জেল পুলিশ।রাজুর বাড়ির লোকজন আত্মহত্যার কথা মানতে নারাজ।এবিষয়ে তাঁরা আইনানুগ ব্যবস্থা নেবে বলে সংবাদ মাধ্যমকে জানান।