-বিদ্যালয় থেকে মিড ডে মিলের নিম্নমানের খাদ্য সামগ্রী ও ডেট ওভার হয়ে যাওয়া আয়রন ওষুধ বিতরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো নদীয়ার বেথুয়াডহরিতে। বিক্ষোভকারীরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা যায়,করোনা অবহে দীর্ঘ দিনব্যাপী বন্ধ রয়েছে সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এই পরিস্থিতিতে সাধারণ দরিদ্র পরিবারভুক্ত ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিমাসে নিয়ম করে মিড ডে মিলের চাল, ডাল, আলু ছোলা, সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও স্কুলপড়ুয়াদের শারীরিক সক্ষমতার কথা মাথায় রেখে আয়রন ট্যাবলেট বিতরণ করা হয় ছাত্র ছাত্রীদের অভিভাবকদের মধ্যে। অভিযোগ, সরকারি সেই নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে নদীয়ার বেথুয়াডহরি বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের সামগ্রী ও আয়রন ট্যাবলেট বিতরণ করা হচ্ছিল স্কুল থেকে। মিড ডে মিলের খাদ্য সামগ্রী নিতে এসে পোকা ধরা নিম্নমানের খাদ্য সামগ্রী ও ডেট ওভার হয়ে যাওয়া আয়রন ট্যাবলেট প্রদান করা হচ্ছে স্কুল থেকে বলে অভিযোগ তোলেন ওই স্কুলে পাঠরতা ছাত্রীদের অভিবাবকেরা। এই বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে সাময়িকভাবে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিবাবকরা। এরপর প্রদত্ত মিড ডে মিলের খাদ্য সামগ্রী ফেরত নিয়ে উন্নত মানের খাদ্য সামগ্রী প্রদান করার দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ওই বিদ্যালয়ের স্কুলপড়ুয়া ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ। পরে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিম্নমানের খাদ্য সামগ্রী ফেরত নিয়ে উন্নত মানের সামগ্রী প্রদান করা হবে এই আশ্বাস পেয়ে ও পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়।