নদীয়া জেলার বিভিন্ন বিধায়করা বঙ্গধনী যাত্রার শুভ সূচনা করলেন

নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ডের শুভ সূচনা করলেন প্রাক্তন মন্ত্রী তথা নবদ্বীপের বিধায়ক পুন্ডুরী কাক্ষ সাহা। পাশাপাশি তেহট্টে বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা করেন তেহট্টের বিধায়ক গৌরী শঙ্কর দত্ত। অন্যদিকে, চাপড়া বিধাসভা কেন্দ্রের বিধায়ক রুকবনুর রহমানের নেতৃত্বে বঙ্গধ্বনির সূচনায় গ্রামের মানুষের সাথে জন জনসংযোগ করা হয়।