নদীয়া জেলায় ভোট কর্মী বাদেও বিভিন্ন মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভ্যাক্সিনেশন শুরু হলো

প্রাথমিক,মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষকদের বেশিরভাগ শিক্ষক এবং শিক্ষা কর্মচারীরা ভোট কর্মী হওয়ার সুবাদে অনেকদিন আগেই পেয়েছিলো ভ্যাকসিন। কিন্তু মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে ভোটের দায়িত্ব না পাওয়া শিক্ষক এবং কর্মচারীরাও গত হাজার 19 এপ্রিল মুখ্যমন্ত্রীর নির্দেশে পেতে শুরু করেছেন প্রতিষেধক টিকা। গতকাল -কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এই দুদিন ভ্যাকসিনের কাজ চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানুষ কুমার সান্যাল । স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট সাড়ে ৯ শো কর্মী রয়েছেন বিশ্ববিদ্যালয়ে। এঁদের প্রত্যেককেই এই ভ্যাকসিন দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন চালু হলে ছাত্রছাত্রী ও অবসরপ্রাপ্ত কর্মীদেরও ভ্যাকসিন দেওয়া হবে।
কথা প্রসঙ্গে তিনি জানান, মে মাসে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের ভ্যাকসিনের জন্য আবেদন জানানো হয়েছিল। তাঁদের ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি স্বাস্থ্য দপ্তরকে অভিনন্দন জানিয়েছেন।
এই ভ্যাকসিনেশনের জন্য বিশ্ববিদ্যালয়ে হাজির ছিলেন কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল ও কলেজ অব মেডিসিনের অধ্যাপক অয়ন ঘোষ ও নোডাল অফিসার স্বয়ং। অয়ন ঘোষ বলেন, প্রথমে ৪৫ বছরের ঊর্ধ্বে থাকা কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ধাপে ধাপে মোট ৯৫০ জন কর্মীকেই দেওয়া হবে।