আবারো চাপড়ায় ব্যাগ ভর্তি বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ বেদবেরিয়া গ্রামে তল্লাশি চালায় এবং বাড়ির পিছন থেকে পরিত্যক্ত জায়গায় থেকে ব্যাগভর্তি চারটি সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ।পুলিশ বোমা-গুলি কে ঘিরে রেখেছেযাতে সাধারণ মানুষ নিরাপদ দূরত্বে থাকতে পারে। বোমস্কোয়ার্ডকে খবর দেওয়া হয় থানার পক্ষ থেকে। বোম্ব স্কয়ার্ড এসে সকেট বোম গুলিকে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা এগুলি মজুদ রেখেছিলো তা এখনো জানা যায়নি !তবে সেই ঘটনার পূর্ণাঙ্গতদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।