নদীয়া চাকদহ ইচ্ছের পক্ষ থেকে শীতবস্ত্র প্রদান

যথাযথ স্বাস্থবিধি মেনে নদীয়া চাকদহ স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে পক্ষ থেকে লোধা এলাকার ইচ্ছের 50 জন ছাত্রছাত্রীর হাথে শীতবস্ত্র তুলে দেওয়া হলো নদীয়া চাকদহ স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে বিগত দিনে বিভিন্ন প্রান্তে দুঃস্থ মানুষদের সামনে কখনো অন্য তুলে দিয়েছেন কখনো বা শারদীয় উৎসবের প্রাক্কালে নতুন বস্ত্র উপহার তুলে দিয়েছেন কখনোবা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন এরকম কিছু উদাহরণ তুলে ধরলাম চাকদহ স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে সারাবছর তারা সমাজসেবামূলক কাজ করে থাকেন আজ আবারো চাকদহ পৌর এলাকার পিছিয়ে পড়া লোধা পরিবারের 50 জন শিশুকে শীতবস্ত্র প্রদান করলেন.