করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য রাত দুটো থেকেয় লাইন দিতে থাকে সাধারণ মানুষ। সকাল হতেই উপচে পড়া ভিড় হয় যেখানে লক্ষ্য করা যায় করোনার বিধি-নিষেধের দূরত্ব বজায় না রেখে মানুষ লাইনে দিয়েছেন কেউ কেউ বলছেন রাত্রে লাইন না রাখলে সকালে ভ্যাকসিন মিলবে না। বৃহস্পতিবার নদীয়ার হবিবপুর যাদব দত্ত গ্রামীণ হাসপাতালে এমনই চিত্র উঠে এলো, সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে তাদের বক্তব্য এত মানুষ লাইনে দাঁড়িয়েছে শুধুমাত্র করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার জন্য। কিন্তু অনেকেই লাইনে দাঁড়িয়েও পাচ্ছেনা ভ্যাকসিন।