এ যেন রক্তার্পণের উৎসব! শুভ প্রতিযোগিতা। নদীয়ার শান্তিপুরে আজ একই দিনে, অনুষ্ঠিত হলো তিনটি রক্তদানের আয়োজন! এবং সবচেয়ে আশ্চর্যের, কোন উদ্যোগী সংস্থারই 50 জনের কম হয়নি বলে জানা গেছে। জন উদ্যোগ এবং প্রতিবাদী চেতনা র যৌথ উদ্যোগে, শান্তিপুর কাশ্যপপাড়া চাকফেরা নাটমন্দিরে খোলামেলা এক স্বর্গীয় পরিবেশে, লেখক, নাট্যকার, চিত্রকর, সমাজসেবী সাহিত্যিক সহ সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তার কিছুটা দূরে, সিপিআইএম পার্টি অফিসের উল্টোদিকে কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রের পাশে শান্তিপুর রেড ভলেন্টিয়ার দের উদ্যোগে অভিনব বাতানুকূল ভ্রাম্যমাণ বাসের মধ্যে রক্ত দেওয়ার আয়োজন একবার চাক্ষুষ করতে এসেছিলেন পথচলতি প্রায় সকলেই! রেড ভলেন্টিয়ারের সদস্যরা জানান নিয়মিত রেট কিচেন চালানো, করোনা আক্রান্ত পরিবারের স্যানিটাইজ করার মাঝেই পশ্চিমবঙ্গ সরকারের এই ভ্রাম্যমাণ বাসের কথা জানতে পেরে, প্রথম দিন হিসাবে আমরাই বুকিং করি, রক্তদানের একটা বাড়তি আগ্রহ লক্ষ্য করা যায় এই কারণে।
শান্তিপুর মতিগঞ্জ মোড়ের কাছে শান্তিপুর বেজপাড়া। অত্যন্ত সচেতন অধিবাসীরা সুরক্ষা ডায়াগনস্টিক আয়োজনে পরিবারসহ রক্তদানে শামিল হন অনেকেই। সেখানেও 50 জন দাতার লক্ষ্যমাত্রা ছাপিয়ে উৎসাহীদের আগ্রহ লক্ষ্য করা গেলো। দুর্গা মনি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর সম্পূর্ণ বাতানুকূল করার ফলে, রক্তদাতারা খুশি হয়েছেন বলে জানান।