শান্তিপুর 17 নম্বর ওয়ার্ডের ডাবরে পাড়া এলাকার একটি গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার হলো দুটি অসুস্থ পেঁচা। রবিবার ওই এলাকার একটি গাছ থেকে পেঁচা দুটি হঠাৎই মাটিতে পড়ে যায় এলাকার এক যুবক পেঁচা দুটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করার চেষ্টা করে। কিন্তু আইনকে নিজের হাতে না তুলে সে ফোন করে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে সে মতোই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা এরপর ওই অসুস্থ পেঁচা দুটিকে খাঁচা বন্দি করে উদ্ধার করে। অনুপম সাহা জানান অতিরিক্ত ঝড়ের কারণে গাছে থাকা পেঁচা গুলির বাসা ভেঙে যায়, এছাড়াও ঝড়ের দাপটে কোন কারনে অসুস্থ হয়ে পড়ে সেই কারণেই গাছ থেকে পড়ে যায় পেঁচা দুটি। এখন প্রাথমিক চিকিৎসা করে বনদপ্তর এর হাতে তুলে দেয়া হবে পেঁচা দুটিকে।