বাড়ির লোককে না জানিয়ে রোগীর মৃতদেহ দাহ করার দাবি উঠলো রানাঘাট মহাকুমা হসপিটাল এর বিরুদ্ধে।
শ্বাসকষ্ট জ্বর নিয়ে গত শনিবার সকাল 10 টায় রানাঘাট মহাকুমা হসপিটাল এ ভর্তি হয় বছর পঁয়ত্রিশের গোপাল মিস্ত্রী। ঘন্টা খানিক চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়। হসপিটালে তরফ থেকে রোগীর বাড়ির লোককে বলা হয় মৃতদেহ করো না পরীক্ষা হবে।আপনাদের পরে জানানো হবে। সে মোতাবেক দুদিন পেরিয়ে যাওয়ার পর কিছু জানতে না পেরে। বাড়ির লোক হসপিটালে যোগাযোগ করতেই। হসপিটালের কাছ থেকে জানতে পারে মৃতদেহ দাহ হয়ে গেছে। পরিবারের অভিযোগ আমাদের রোগীর করোনা ছিলো না। মৃতদেহ করোনা টেস্টে যদি রিপোর্ট পজিটিভ আসে। তবে মৃতদেহ আমাদের না দিয়ে দাহ করত। কিন্তু কেনো কিছুই হসপিটাল জানায়নি!শেষবারের মতো দূর থেকেও একবার দেখতে দেয়নি। যদি রিপোর্টে পজিটিভ থাকতো পরিবারের অন্য সদস্যরা কোভিড পরীক্ষা করিয়ে সচেতন হতে পারত এমনটাই দাবি তুলেছে পাড়া এবং পরিবারের পক্ষ থেকে। তবে এ বিষয়ে হসপিটাল সুপারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়। আমার কাছে কোন লিখিত অভিযোগ করেনি তবে বিষয়টি দেখা হচ্ছে।