নদীয়ার রানাঘাটের গভীর রাতে একই পাড়ার তিনটি বাড়িতে চুরি

রানাঘাট সড়ক পাড়ায় পর পর তিনটে বাড়িতে চুরির ঘটনা ঘটে ।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । মঙ্গলবার গভীররাতে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে আলমারী ভেঙে রুপোর অলংকার নগদ টাকা নিয়ে চম্পট দেয় ।অন্যদিকে বাড়িতে কেউ না থাকার সুযোগ আলমারী ভেঙে সোনার অলংকার ,টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত এ নেমেছে।এমন ঘটনা এর আগে পর পর তিনটি বাড়ির চুরির ঘটনা ঘটেনি রানাঘাট শহরে ।স্বাভাবিক ভাবে রানাঘাট শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।