নদীয়ার ফুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন “বর্ণপরিচয়” সদস্যরা আজ বেরিয়ে পড়লেন “যশ” বিধ্বংসী ঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করতে সুন্দরবনে। এই করোনা প্রকোপে গ্রাস করে নিয়েছিলো দুস্থ পরিবারের রুটি-রুজি। বিগত দিনেও তাদের দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় রান্না করা খাবার থেকে শুরু করে শুকনো খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিতে । কখনো ইটভাটায় । কখনো বা করোনা আক্রান্ত পরিবারদের । তাছাড়াও অভুক্ত পরিবারের হাতে তুলে দিয়েছিলো রান্না করা খাবার থেকে শুরু করে শুকনো খাদ্য সামগ্রী । আজ তারা বেরিয়ে পড়লেন সুন্দরবনে এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করতে । স্বেচ্ছাসেবী সংগঠন বর্ণপরিচয় সদস্যরা বলেন আজ আমরা রওনা দিলাম সুন্দরবন ক্ষতিগ্রস্ত এলাকায় । আমরা প্রায় ১০০০জন কে ঝড়ে ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেবো । ছাড়াও ১৮ রকম শুকনো খাদ্য সামগ্রী তুলে দেবো ২৫০ টি পরিবারের হাতে ।