নদীয়ার ফুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন বর্ণপরিচয়, ঝড় বিধ্বস্তদের সহযোগিতায় রওনা দিলো সুন্দরবনের উদ্দেশ্যে

নদীয়ার ফুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন “বর্ণপরিচয়” সদস্যরা আজ বেরিয়ে পড়লেন “যশ” বিধ্বংসী ঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করতে সুন্দরবনে। এই করোনা প্রকোপে গ্রাস করে নিয়েছিলো দুস্থ পরিবারের রুটি-রুজি। বিগত দিনেও তাদের দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় রান্না করা খাবার থেকে শুরু করে শুকনো খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিতে । কখনো ইটভাটায় । কখনো বা করোনা আক্রান্ত পরিবারদের । তাছাড়াও অভুক্ত পরিবারের হাতে তুলে দিয়েছিলো রান্না করা খাবার থেকে শুরু করে শুকনো খাদ্য সামগ্রী । আজ তারা বেরিয়ে পড়লেন সুন্দরবনে এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করতে । স্বেচ্ছাসেবী সংগঠন বর্ণপরিচয় সদস্যরা বলেন আজ আমরা রওনা দিলাম সুন্দরবন ক্ষতিগ্রস্ত এলাকায় । আমরা প্রায় ১০০০জন কে ঝড়ে ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেবো । ছাড়াও ১৮ রকম শুকনো খাদ্য সামগ্রী তুলে দেবো ২৫০ টি পরিবারের হাতে ।