নদীয়ার নাকাশিপাড়া রাস্তা মেরামতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ
মলয় দে নদীয়া :-রেলগেট তৈরি করার দাবিতে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে এলাকায় রেলগেট না থাকায় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পূর্বে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে অনেকের। স্থানীয়দের কোথেকে বারংবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত দহকুলা গ্রামের বাসিন্দাদের। অবিলম্বে ওই এলাকায় রিলেগেটের ব্যবস্থা করুক রেল কর্তৃপক্ষ। মূলত এই দাবিতে রবিবার সকালে নাকাশিপারা দহকুলা বাস স্ট্যান্ড সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা, পরে নাকাশিপাড়া থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।