গত 30শে মে মাঝরাতে নদীয়ার চাকদহের বাসিন্দা হাইকোর্টের আইনজীবীর বাড়িতে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। নদীয়া চাকদহের তাঁতলা ১ নং গ্রাম পঞ্চায়েতের নবপল্লী, মশড়া এলাকায়। চাকদহ থানায় অভিযোগ দায়ের করলো আইনজীবীর বাবা সঞ্জীব কুমার বিশ্বাস। আইনজীবী মুকুল বিশ্বাসের বাবার অভিযোগ,খুনের উদ্দেশ্যে বাড়িতে বোমাবাজি এবং গাড়িতে আগুন ধরানোর চেষ্টা করেছে স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং তার ভাই -এর নেতৃত্বে তাদের অনুগামীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানালেন আইনজীবী মুকুল বিশ্বাস সরাসরি চাকদা থানার পক্ষপাতিত্ব তুলে ধরেন ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে। তিনি বলেন অতীতে 2009 সালে গাংনাপুর থানার মেজ বাবু কে গুলি চালানোর অভিযোগে হওয়া দাগি আসামি। সাধারণ গ্রামবাসী ওদের বিরুদ্ধে আইনি সহযোগিতা চাইতে এলে আমি আইনজীবী হিসেবে তাদের সহযোগিতা করি এটাই আমার ওপর রাগ। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ প্রতিম দে, প্রশ্ন তুলেছিলেন ওই আইনজীবীর বৈধতা নিয়ে।
গতকাল অর্থাৎ 31, 05 তারিখ মধ্যরাতে আবারো ভয়ঙ্কর শব্দে, মধ্য রাতে ঘুম ভাঙে এলাকাবাসীর। বিক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম, আজ সকালে স্থানীয় চাকদা থানার আইসির বদলির দাবিতে এবং ওই পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।