নদীয়া শান্তিপুর গোবিন্দপুর লেভেল ক্রসিং সংলগ্ন জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু হলো
মলয় দে নদীয়া :-
মহিলাদের জাতীয় সড়কের অবরোধে হোক বা সরকারি সদিচ্ছা, অবশেষে নদীয়ার 34 নম্বর জাতীয় সড়কের গোবিন্দপুর লেভেলক্রসিং সংলগ্ন রাস্তার।
কিছুদিন আগে ওই এলাকার মহিলারা, রাস্তা অবরোধ করেছিলেন প্রচন্ড ধুলোতে আশেপাশে দোকান ,বাড়ি অন্ধকার হয়ে যেত দিনের বেলায়। অন্যদিকে রাস্তায় ওঠা খোয়া ভারী যানবাহনের চাকা থেকে স্লিপ কেটে আহত হয়েছেন বেশকিছু প্রস্তুতি এবং এলাকাবাসী।
তাদের দাবি ছিল ওই এলাকা দিয়ে সাংসদ বিধায়ক সহ বিভিন্ন জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকগন প্রতিনিয়ত যাতায়াত করলেও রাস্তার বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না খুব একটা! জাতীয় সড়কের ওই অংশটুকু রেল কর্তৃপক্ষের অন্তর্ভুক্তি হওয়ার কারণে p.w.d. বিশেষ কোনো ব্যবস্থা নেয় না বলেই জানা গেছে এলাকা সূত্রে। তবে আজ এই রাস্তাটি জল দিয়ে ভিজিয়ে , পরিষ্কারের কাজ চলছে, রাস্তার কন্ট্রাক্ট পাওয়া ব্যক্তির তদারকির দায়িত্বে থাকা এক ব্যক্তির কাছ থেকে জানা যায় আগামীকাল থেকেই শুরু হচ্ছে পিচ ঢালাইয়ের কাজ। কিছুদিন আগে অবশ্য, বড় বড় গর্ত ভরাটের কাজ হয়ে গেছে। এলাকার বেশিরভাগ মানুষ এই সিদ্ধান্তে খুশির কথা জানালেও, কেউ কেউ মনে করেন অল উন্নত মানের উপাদান দিয়ে রাস্তা তৈরি হওয়ার ফলেই , বারে বারে এ ধরনের সমস্যা দেখা যায়। অন্যদিকে, কন্ট্রাকটর প্রকাশ্যে না বললেও , গোপন সূত্রে জানা যায় টেন্ডার পেতে যে পরিমাণ কাঠ খড় পোড়াতে হয় এবং সবচেয়ে কম দামে কাজ করে দিতে হয় তাই এর থেকে বেশি ভালো করা সম্ভব নয়!