রাজ্যে ফের ১৫ ই জুন পর্যন্ত জারি হয়েছে কড়া বিধিনিষেধ। ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের দোকানকে। বন্ধ থাকবে মদের দোকানও। আবগারি দফতর সূত্রে খবর, দোকান বন্ধ থাকলেও অনলাইনে মিলবে সুরা। রাজ্য সরকারের কড়া বিধি-নিষেধ জারি থাকলেও অনলাইন পরিষেবা ও হোম ডেলিভারিতে ছাড় দেওয়া হয়েছে। সুত্রের খবর, অনলাইনে ইতিমধ্যেই বিভিন্ন ই-কমার্স সংস্থা মদ বিক্রি করে। ফলে এদিন দেখা গেল নবদ্বীপ শহরে অনলাইনে অর্ডার দিয়ে ঘরের দুয়ারেই মদ কিনতে সুরাপ্রেমীদের। জানা গেল, এক ফোনেই মিলছে মদ। শুধু কোন জায়গায় আর কতটা পরিমাণ বলে দিলেই পৌঁছে যাচ্ছে ঘরের দুয়ারে মদ। খুশি সূরাপ্রেমীরা।