দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩০ তম প্রয়াণ দিবস পালন করলো পুরাতন মালদা কংগ্রেস কমিটি। শুক্রবার পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী রাজীব গান্ধী পুরো মার্কেটে এই কর্মসূচি পালন করা হয় স্থানীয় কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে । উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদারসহ সংশ্লিষ্ট এলাকার অন্যান্য নেতাকর্মীরা ।
এদিন পুরাতন মালদা পুরসভার মার্কেট এলাকার রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত কংগ্রেস নেতা কর্মীরা।
পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রে প্রাক্তন কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার বলেন , ১৯৯১ সালে ২১ মে আজকের দিনে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আততায়ীদের হামলায় খুন হয়েছিলেন। তারপর থেকেই রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ মে দিনটি শোক দিবস হিসাবে আমরা পালন করে আসছি। এদিনও রাজীব গান্ধীর মূর্তি কে সামনে রেখে শ্রদ্ধা জ্ঞাপন জানানো হয়েছে।