তৃণমূল ছাত্র নেতার দাপটে, অবস্থান-বিক্ষোভে বসলেন কল্যাণী জে এন এম হাসপাতালের অস্থায়ী কর্মীরা

নদিয়ার কল্যাণী জে এন এম হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসলেন অস্থায়ী কর্মীরা। অভিযোগ, তৃনমূলের ছাত্র নেতা সৌরিক মুখার্জি তাদেরকে অনৈতিকভাবে মারধর করে।
অভিযোগ, সোমবার সৌরীক ও তার পরিবার টিকা নিতে যান। সৌরিকের বাবা ও মায়ের টিকা হয়ে গেলেও তার ও তার স্ত্রীর টিকা হয়নি বয়সের কারণে। এতেই ক্ষোভে মারধর করে সৌরিক্। এমনটাই অভিযোগ। এই প্রতিবাদে এদিন কল্যাণী জে এন এম হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসেন অস্থায়ী কর্মীরা। দীর্ঘক্ষণ চলে এই অবস্থান বিক্ষোভ।