জল তরঙ্গ স্পোর্টস উৎসবে কৃতী খেলোয়াড়রা এবার সরকারি চাকরি পেতে চলেছে

মলয় দে নদীয়া :- গত 2018 -19 সালে নদীয়া জেলা ব্যাপী কবাডি খো খো, তীরন্দাজ ফুটবল ভলিবলের মতো নানা বিভাগে খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সম্মানজনক স্থানাধিকারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন, আগামীর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে তাদের মধ্য থেকেই। তাই আশায় দিন গুনছিলেন তারা! এ ব্যাপারে বিভিন্ন জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের শরণাপন্ন হয়েছিলেন তারা। অবশেষে গত ৮ ই জানুয়ারি কল্যাণী এসপি অফিস থেকে সিভিক ভলেন্টিয়ার হিসাবে তাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।
আজ শান্তিপুর থানায় ডিআইবি বিভাগে পুলিশ ভেরিফিকেশন এর কাজ করতে এসে তারা আপ্লুত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তারা জানান শান্তিপুরের ফুটবল এবং ভলিবলে বাইশ জনের মতো পেতে চলেছে এই চাকরি। তবে নদীয়ার অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খেলার কৃতীদের মিলিয়ে মোট একশো চুরানব্বই জন আগামীতে বিভিন্ন থানায় সিভিক ভলেন্টিয়ারের দায়িত্বভার গ্রহণ করতে চলেছে। তারা আরো জানান, এর ফলে আগামীতে খেলার প্রতি ঝোঁক জন্মাবে প্রজন্মের ছেলেমেয়েদের।