বর্ষিয়ান ডানপন্থী নেতৃত্ব অজয় দে র নিথর মরদেহ শান্তিপুর এসে পৌঁছায়, সন্ধ্যা আটটায়। নিজ বাসভবনের সামনে দিয়ে, তার প্রতিষ্ঠিত তৃণমূল ভবন, এরপর টানা 30 বছরের চেয়ারম্যান পৌরসভায় তার প্রতি শ্রদ্ধা জানানোর পর, তার অত্যন্ত প্রিয় পৌরসভা সংলগ্ন রবীন্দ্র কাননের সামনে দিয়ে, শান্তিপুর মহাশ্মশানে চিরনিদ্রায় চলে যান তিনি। শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে, রাস্তার দু’পাশে অজস্র মানুষ অপেক্ষায় ছিলেন বিকাল থেকেই। শান্তিপুর মহাশ্মশান পর্যন্ত দূরত্ব বিধি মেনেই সামিল হয়েছিলেন বহু ডানপন্থী নেতৃত্ব। সিপিআইএম বিজেপি কর্মী সমর্থকদেরও মস্তক অবনত অবস্থায় রাস্তার পাশে দেখা গেলো। সাংসদ জগন্নাথ সরকার কে দেখা গেলো নিথর দেহ পেছনে হেঁটে আসতে, সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বও তার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তৃণমূল ভবনে। প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য পৌঁছান মহাশ্মশান পর্যন্ত।