খোদ প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে, ময়লার স্তুপে ইতস্তত গড়াগড়ি খাচ্ছে মাস্ক পিপিই কিট, মৃত ব্যক্তির পোশাক

শান্তিপুর পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, বছরখানেক পেরিয়ে গেছে ! তারপর অভিজ্ঞ কাউন্সিলরদের নিয়ে গঠিত হয়েছিলো পুরো প্রশাসক মন্ডলী যার চেয়ারপারসন হিসেবে দায়িত্বে ছিলেন পুরপ্রশাসক অজয় দে। গত মার্চ মাসে তিনি পদত্যাগ করার পর সরকারি এক্সেকিউটিভ দেখভাল করছেন সমস্ত বিষয়গুলি। যদিও পুরো প্রশাসক মন্ডলীর সদস্যরা তাকে সহযোগিতা করে চলেছেন নিয়মিত। ইতিমধ্যে প্রয়াত হয়েছেন পৌর প্রশাসক অজয় দে।
শহরের একাধিক জায়গায়, বৃষ্টির জল নিয়ে খুব উঠে এসেছিলো। এবারে অনিয়মিত জঞ্জাল পরিষ্কার বিষয়ে সোচ্চার হয়েছে এলাকাবাসী। কিছুদিন আগে তামা চিকাপাড়ার একটি অস্থায়ী কূড়দানে পিপিই কিট মাস্ক পড়ে থাকা নিয়ে চাঞ্চল্য দেখা যায়, আজ খোদ প্রাক্তন চেয়ারম্যান অজয় দে র বাড়ির সামনে, এ ধরনের একটি অস্থায়ী কূড়াদানে ওই স্থানে মৃত এক ব্যক্তির পোশাক এবং তার ব্যবহার্য্য পিপিই কিট, মাস্ক পড়ে থাকে যত্রতত্র। এলাকাবাসীর দাবি, এর আগেও মৌখিকভাবে বলা হয়েছে অনেকবার কিন্তু ওই কূড়াদানটি স্থানান্তর করনের কোনো ব্যবস্থা করা হয়নি, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দিয়ে যাতায়াত করে বহু মানুষ।
এ বিষয়ে পৌর প্রশাসক মন্ডলীর সদস্য শাহজাহান শেখ জানান, শুধুমাত্র রোগীর পরিবার টিকিট ব্যবহার করছেন না, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী অনেকেই ব্যবহার করেন, তাই নির্দিষ্ট করে বলা যায় না ওই পরিত্যক্ত পিপি ইকিট মাস্ক মৃতের। তবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, নিজের ব্যবহার্য এ ধরনের বিষয়গুলি বাড়িতেই পুড়িয়ে ফেলতে হবে, অথবা পৌরসভা নির্ধারিত শহরের দুটি স্থানে ফেলে আসতে হবে। তবে শহরের বেশিরভাগ অস্থায়ী কূড়াদান গুলিতে সামরিক দু-এক দিনের জন্য ওই পাড়ার এলাকাবাসীদের সুবিধার্থে পৌরসভার জায়গাতেই করা হয়েছে। সেটা যথাসময়ে নিয়ে গাড়িতে করে ফেলে আসা হয় নির্ধারিত স্থানে। তাই সকলের সহযোগিতা, না থাকলে ময়লা আবর্জনা তাদের বাড়িতেই রাখতে হবে গাড়ি না আসা পর্যন্ত, আবার অন্যদিকে বড় গাড়ি পাড়ার বিভিন্ন গলির মধ্যে যাতায়াত করতে পারে না, সেই জন্যই এই ব্যবস্থা।
এ বিষয়ে শান্তিপুর সায়েন্স ক্লাব আজ সরকারি এক্সিকিউটিভ অফিসার কে একটি ডেপুটেশন জমা দেন, তারা জানান প্রশাসনিক উচ্চ মহলেও বিষয়টি জানানো হচ্ছে।